Today [Today] Total Present Absent View
Student 1280 Details...
Teachers 50 Details...
Stuffs 32 Details...
Vacant Info Total Class/ Depertment/ Field
Student Click to see available possition
Teacher Click to see available possition
Stuffs Click to see available possition
More Statistics

Message of Principal

রংপুর সেনানিবাসের প্রাণ কেন্দ্রে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী ও সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের দক্ষ তত্ত¡াবধানে পরিচালিত বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ উত্তর বঙ্গের একটি স্বনামধন্য ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ। দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধা শহীদ বীর উত্তম লেঃ আশফাকুশ সামাদ এর নামে-১৯৭৪ সালে এ বিদ্যালয়টি যাত্রা শুরু করে। প্রতি বছর শতভাগ ছাত্র/ছাত্রী এ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় গৌরবজনক ফলাফল অর্জন শেষে উচ্চতর ডিগ্রি অর্জনে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং পরবর্তীতে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখছে। প্রতিবছর পিইসি ও জেএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান শতভাগ পাশের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। কালের বিবর্তনে ও রংপুর এলাকার শিক্ষা উন্নয়নের প্রয়োজনে মাননীয় জিওসি মহোদয়ের পৃষ্ঠপোষকতায়, প্রতিষ্ঠানের সভাপতি ও স্টেশন কমান্ডার মহোদয়ের পরিচালনায় সামরিক ভ‚মি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালকের দক্ষ তত্ত¡াবধানে ও নির্দেশনায় এবং ক্যাান্টনমেন্ট একজিকিউটিভ অফিসারের নিরলস প্রচেষ্টায় বীর উত্তম শহীদ সামাদ স্কুলটি ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নিত হয়। বিজ্ঞান, মানবিক, ব্যবসায়শিক্ষা বিভাগে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে পাঠ গ্রহণ করছে। শিক্ষার মনোন্নয়নের লক্ষ্যে এ কলেজে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন মাসিক পরীক্ষা, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা ইত্যাদি। এসব পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কারের ব্যবস্থা করা হয়। সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে এ প্রতিষ্ঠান পিছিয়ে নেই। প্রতিবছর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। প্রতি বছর জাতীয় অনুষ্ঠানগুলো নিয়ম-অনুযায়ী পালন করা হয়।
এক ঝাঁক তরুণ শিক্ষক নয়নাভিরাম সবুজে ঘেরা চত্বরে আধুনিক পাঠদানের মাধ্যমে এ প্রতিষ্ঠানের কাংখিত লক্ষ্য অর্জনে সর্বদা কাজ করে যাচ্ছে। প্রয়োজনীয় পাঠ্যপুস্তক, কম্পিউটার ল্যাব, শৃংখল পরিবেশ দক্ষ তত্বাবধান এ প্রতিষ্ঠানের সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ্।

মো. তৌহিদুল হক    

B.SC.(Hon’s) , MSC, M.Ed (First Class)
Principal
Bir Uttam Shaheed Samad School & College
Rangpur Cantonment

Our College is the best choice for your Child